গত ১ সপ্তাহে ৬৮০০ লাইন কোড লিখলাম!

হ্যা শুনলে যে কেউই অবাক হবে 👀

GitHub বলে আমার প্রোজেক্টে টোটাল ৬৮০০ লাইন কোড কন্ট্রিবিউট করা হয়েছে। আসলে যার মধ্যে ৪৮০০ লাইন কোডই এই কনফিগারেশন ফাইলের auto-generate করা।

খেয়াল করে দেখো, প্রত্যেকটা ব্র্যাকেটকেও একটা নতুন কোড লাইন হিসেবে ধরেছে।

এই রকম আরো কয়েকটা config ফাইল বাদ দিলে আমি হয়তো বড়জোড় ৫০০ এরও কম লাইন কোড নিজে লিখেছি, যার মধ্যে ৯০% ই আবার Github Copilot AI দিয়ে জেনারেট করা 😁

কিন্তু autocomplete আর AI Generate ছাড়াও, প্রোগ্রামারের যেই আসল কাজটা করতে হয় সেটা হলো চিন্তা করা। এরপর কি করতে হবে, আর কিভাবে করতে হবে, সেটা চিন্তা করে বের করা।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *