HTML/CSS দিয়ে কি করা যায়?

যত ওয়েব বেইজড ইউজার ইন্টারফেস বা ওয়েব এপ্লিকেশন আছে, সেগুলা HTML/CSS দিয়েই করা।

তবে,

আজকাল মডার্ন ডেভেলপারেরা খালি HTML/CSS এ কোড করে না। এর বদলে জাভাস্ক্রিপ্টের একটা স্পেশাল ফ্লেভার JSX দিয়ে এই জিনিসগুলো বানানো হয়।

HTML এর যায়গায়, হয় JSX, HTMX অথবা astro এর মত কিছু superset ইউজ করে।

CSS এর যায়গায় TailwindCSS এর মত একটা ফ্রেমওয়ার্ক ইউজ করে।

এমনকি JavaScript এর যায়গায় TypeScript এর মত আরেকটা superset ইউজ করে।

🤷‍♂️

তাহলে কি বেসিক HTML/CSS এর আর কোন কাজ নেই?

হ্যা আছে অবশ্যই।

একজন ডেভেলপার এর HTML, CSS, JavaScript এর মৌলিক যত ধারনা থাকবে, সে মডার্ন টুলস আরো ভালো করে চালাতে পারবে।

So keep learning!


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *