কপি পেস্ট করুন আরো সহজে

ফেসবুকে লিঙ্ক শেয়ার করার চেয়ে ভালো হলো ফুল লেখাটা কপি করে পেস্ট করে দেওয়া।

এতে করে যে কেউ খুব সহজেই আইডিয়াটা জেনে গেলো, তার আর কষ্ট করে ওয়েবসাইটে যেতে হবে না।

তাই আমার প্রত্যেকটা ব্লগ পোস্টের নিচে এই কপি বাটন দিয়ে দিয়েছি।

বাটনে ক্লিক করার সাথে সাথেই মূল লেখাটা কপি হয়ে যাবে।

এরপর ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসএপ বা অন্য কোন সোশাল মিডিয়া সাইটে লেখাটা পেস্ট করা আরো সহজ হয়ে গেলো।

ওয়ার্ডপ্রেস এমনিতেই লেখার মধ্যে অনেক নিউ লাইন আর কোড দিয়ে দিয়েছিলো, তাই আমি একটা regex ইউজ করে লেখাটা আরো ক্লিন করে দিলাম, জেনো কষ্ট করে আবার ফরমেটিং ঠিক করতে না হয়।

লেখা কপি পেস্ট করে শেয়ার করলে সাথে অবশ্যই লেখককে ক্রেডিট দেওয়া উচিত।

তাই আমি লেখার শেষে আমার নাম আর পোস্টের লিঙ্ক এড করে দিলাম।

আইডিয়াগুলো ছড়িয়ে দিন!


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *