এই প্রশ্নের সাথে অনেক গুলা যদি/কিন্তু আছে।
৩০ দিন কি শুধুই প্রোগ্রামিং করতে পারবে? আর কোন কাজ, পড়ালেখা, ফ্যামিলি কমিটমেন্ট আছে? যদি থাকে তাহলে হয়তো ৩০ দিনই ফোকাস দেওয়া সম্ভব না।
তুমি কি তোমার প্রথম প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখছো নাকি ৬ নাম্বারটা শিখছো?
আমি অলরেডি অনেকগুলা ল্যাঙ্গুয়েজ অনেক বছর ধরে ইউজ করে আসছি। আমার ক্ষেত্রে দেখা যাবে একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ১ মাস কেন, ১ সপ্তাহেই শিখে ফেলতে পারবো।
চলো একটা বাস্তবধর্মী উদাহরন দেইঃ
আগামি ৩০ দিনে ১০-২০ বার প্রতিদিন ১ ঘন্টা করে যদি Deliberate Practice করো, তাহলে হয়তো এখন যে জিরো লেভেলে আছো, সেখান থেকে অনেক উপরের লেভেলে চলে যেতে পারবে।
ল্যাংগুয়েজ শেখা আসলে কারো শেষ হয় না। শেষ করতে পারাটাও কোন ক্রেডিট না। সবাই সেই ল্যাংগুয়েজে মোটামুটি অভ্যস্থ হয় যেন সে কিছু বানাতে পারে।
এইটাই আসল গোল।
Leave a Reply