My Computer, অথবা This PC তে রাইট ক্লিক করে Properties এ ক্লিক করলে পিসির সব ডিটেইলস জানা যায়।
পিসির সিপিউ এর মডেল আর স্পিড জানা যায়।
পিসিতে কত জিবি র্যাম আছে জানা যায়। বর্তমানে ৮ জিবির উপরে র্যাম থাকলে ভালো হয়।
আর পিসির অপারেটিং সিস্টেম কি ৬৪ বিট না ৩২ বিট সেটাও জানা যায়। গত ১০-১৫ বছরে বের হওয়া সব পিসিই ৬৪ বিটের পিসি। ৬৪ বিট হলে অনেক প্রোগ্রাম আছে যেগুলো আরো বেশি মেমরি এড্রেস করতে পারে।
বর্তমানের সবচেয়ে বেশি ব্যাবহৃত উইন্ডোজ হলো উইন্ডোজ ১০। এর সাথে নতুন উইন্ডোজ ১১ ও আছে।
আগের উইন্ডোজ ৭ আর ৮ ভালো পিসি, কিন্তু বর্তমানের অনেক প্রোগ্রামিং টুলস আর নতুন প্রোগ্রাম উইন্ডোজ ১০ ছাড়া রান নাও করতে পারে।
Leave a Reply