ইংরেজী টাইপিং টা শিখে রাখলে (10 finger typing) প্রোগ্রামিং সহ অন্যান্য অনেক যায়গাতেই সুবিধা পাওয়া যায়।
ইমেইল লেখা, গিটহাব কমিট মেসেজ লেখা, সোশাল মিডিয়া পোস্ট, ব্লগ পোস্ট সহ সব যায়গায় কাজে দেয়।
আমি একবার কষ্ট করে 10 finger typing টা শিখে ফেলেছিলাম। প্রথম ২ সপ্তাহ কাজ করতে অনেক কষ্ট হয়েছিলো। কিন্তু এখন আজীবন এর সূবিধা ভোগ করছি।
এমন কিছু ইনভেস্টমেন্ট আছে যা একবার কষ্ট করে করলে তার রিটার্ন সারা জীবন পাওয়া যায়, তার মধ্যে এই টাইপিং স্কিল একটা।
অনলাইনে অনেক ফ্রি টুলস আছে যেখানে রেগুলার টাইপিং শিখতে পারবে। TypingClub তার মধ্যে একটা।
Leave a Reply